মিরোজ খান ,মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সফিউল্লাহ (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সফিউল্লাহ পৌরসভার এলজিইডি এলাকার আবুল হোসেনের ছেলে ও মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। আজ দুপুরে নদীতে গোসল করতে যেয়ে এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বলেন, ‘দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে যায় শাফিউল্লাহ। গোসলের কোনো এক সময় সে পানিতে ডুবে যায়। এ সময় বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। প্রায় আধাঘণ্টা পর শাফিউল্লাহকে পানির নিচে খুঁজে পাওয়া যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। নিহতের বাবার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’