কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়া কুমারখালীতে ৫-১১ বছরের শিশুদের কোভিট -১৯ এর টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে কুমারখালী বুজরুক দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে টিকা কার্যক্রমের উদ্ধোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. আকুল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
এবিষয়ে ডা. মো. আকুল উদ্দিন বলেন, শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে পারবে। উদ্বোধনী দিনে উপজেলার ১২ টি পৃথক স্থানে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে টিকাদান করা হয়েছে। উপজেলায় প্রায় ৪২ হাজার শিশুদের এই টিকা দেওয়া হবে।