কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে ৪৭০ জন কৃষকের মাঝে এক কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার, পরিমান মতো সূতা ও পলিথিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে প্রণোদনা কর্মসূচির আওতায় এগুলো বিতরণ করা হয়।
২০২২ – ২০২৩ অর্থবছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস সহ প্রমূখ।