মিরোজ খান (মানিকগঞ্জ) প্রতিনিধি:
বুধবার (১২ অক্টোবর) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে। তাদের গ্রেফতারের পর আদালতে প্রেরণ করে হরিরামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা গোপীনাথপুর মজমপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. আশিক হোসেন (৬ মাসের সাজা প্রাপ্ত),গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামের ছাত্তার মল্লিকের ছেলে আতিকুল,করিমকান্দি গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে আজাদ হোসেন উজ্জল মিয়া,সুলতানপুর গ্রামের বাচ্চু দেওয়ানের ছেলে নাঈমুর রহমান (৩ মাসের সাজা প্রাপ্ত), সাপাইর চাঁনপুর গ্রামের মো. করম আলীর ছেলে মো. মনির,এবং আন্ধারমানিক গ্রামের গৌরাঙ্গ রাজবংশীর ছেলে প্রশান্ত রাজবংশী।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ছয়জনের মধ্যে দুইজন সাজাপ্রাপ্ত আসামী। তাদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।