কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা শ্রমিক লীগ। নেতৃবৃন্দকে ক্রেষ্ট প্রদান, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় এই প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (১২ অক্টোবর) বিকেলে রেল রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। এর আগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক লীগের হাজার হাজার নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সভাপতি পৌর কাউন্সিলর রেজাউর রহমান মন্টু।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যডভোকেট হেমায়েত উদ্দিন ভুইয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামাল সোহাগ, সদর উপজেলার চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্কার সিদ্দিক। সঞ্চালনায় ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নিপু।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পদ্মার এপারের যত উন্নয়ন হয়েছে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিএনপি- জামায়াতের কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারেনি। তারা দেশকে ধ্বংসের দারপ্রান্তে পৌঁচ্ছে দিয়েছিল তাই জনগন তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।