মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালী চাটখিল উপজেলার পশ্চিম নোয়াখলা ওয়ালী ভূইয়া বাড়ির মনির হোসেন মনু ভূঁইয়া(৪৬) কে সত্তর পিস ইয়াবা ট্যাবলেট ও দুইশত গ্রাম গাঁজা সহ বুধবার ১২ অক্টোবর রাতে চাটখিল থানা এলাকায় বিশেষ অভিযানে আটক করেছে চাটখিল থানা পুলিশ।
নোয়াখালী পুলিশ সুপার, জনাব মোঃ শহীদুল ইসলাম, পিপিএম মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার, জনাব নাজমুল হাসান রাজীব,পিপিএম, বেগমগঞ্জ সার্কেল (অতিরিক্ত দায়িত্বে চাটখিল সার্কেল) সার্বিক দিক নির্দেশনায় চাটখিল থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে এসআই/ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মনির হোসেন প্রকাশ মনু ভূইয়া (৪৬), পিতা-মৃত আবুল কাশেম, সাং- পশ্চিম নোয়াখলা (ওয়ালী ভূইয়া বাড়ী), থানা-চাটখিল, জেলা-নোয়াখালীর হইতে ৭০(সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করিয়া গ্রেফতার পূর্বক থানায় আসিয়া হাজির হয়ে ধৃত আসামী বিরুদ্ধে চাটখিল থানার মামলা নং-০৫, তারিখ-১৩/১০/২০২২খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) ও ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার তদন্ত কর্মকর্তা আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।