কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো- অর্ডিনেটর মোহাম্মদ জলিলুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় ব্লাড ডোনেট সংস্থা এভারগ্রিন। শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯ টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু, মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম। আলোচনা সভা, মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান এবং গভীর রাতে এলাকার ঐতিহ্য আলুর দম এবং চুইঝালের মাংস দিয়ে সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।
জলিলুর রহমান দীর্ঘ ১৭ বছর যাবত বাগেরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন। অতি সম্প্রতি চাকরি জীবনের ইতি টেনেছেন তিনি। দীর্ঘ সময়ে এই এলাকার অসহায় ও দুঃখী মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন। সাধ্যমত এলাকার সামাজিক কাজ, দুর্যোগ মোকাবেলা, এবং বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মাসুদুল হাসান মল্লিক, স্থানীয় ইউপি সদস্য হাওলাদার আসাদুজ্জামান রিপন, হাওলাদার ইসমাইল হোসেন, শেখ আর্শ্বাদ আলী, শেখ হুমায়ুন কবির, মিজান শেখ, শেখ হেলাল, সোহেল মোড়ল, রবিউল ইসলাম, শেখ মিলন সহ সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনার মাধ্যমে খুলনা বেতারের কণ্ঠশিল্পী শতাব্দী দাস, ডাক্তার স্বপন দাস, বাউল শিল্পী রাসেল শেখ, আখের আলীর গান সকলের হৃদয় আকৃষ্ট করে। একই সময়ে এভারগ্রীনের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।