নিজস্ব প্রতিবেদক।।।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর এলাকায় ছিনতাইয়ের সময় চাপাতি সহ ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মাদারীপুর জেলার পেয়ারপুর থানার ট্রাক ড্রাইভার আনোয়ার হোসেন রড বোঝাই ট্রাক নিয়ে অদ্য শনিবার (১৫/১০/২০২২) তারিখ ভোর ৪.৩০ ঘটিকার সময় ঢাকাগামী বাস কাউন্টার এর ১০০ গজ দক্ষিণে হাইওয়ে রোডের উপর গাড়ী থামিয়ে নাস্তা করার জন্য গাড়ির হেলপারসহ নামলে ৩ জন ছিনতাইকারী হাতে চাপাতি নিয়ে হত্যার ভয় দেখিয়ে তিনটি মোবাইল ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের সময় থানা পুলিশের মোবাইল পার্টি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারী ০২ জন ১) সুমন প্রকাশ ফয়সাল(২২) পিতা- মৃত আবুল কালাম সাং – উত্তর সোনাপাহাড় ২) সম্রাট (১৬) পিতা- ইলিয়াস সাং- উত্তর সোনাপাহাড় উভয় থানা- জোরারগঞ্জ জেলা- চট্টগ্রামদেরকে আটক করেন এবং তাদের নিকট হতে দুটি মোবাইল সেট ও একটি চাপাতি উদ্ধার করতে সক্ষম হয়। একজন ছিনতাইকারী পালিয়ে যায়। এ ঘটনায় জোরারগঞ্জ থানার মামলা নং-০৯ তারিখ -১৫/১০/২০২২ইং ধারা- আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ( দ্রুত বিচার) আইন/২০০২ এর ৪ রুজু করা হয়।