কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি নেতা আহসান হাবীব ঠান্ডাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। ওই বিবৃতিতে আহসান হাবীব ঠান্ডার নিঃশর্ত মুক্তির দাবীও জানানো হয়। গত ১৬ অক্টোবর রাতে আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা প্রতিবাদ এবং মুক্তির দাবী জানানো হয়।
আহসান হাবীব ঠান্ডা চিতলমারী উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত ১৬ ই অক্টোবর গভীর রাতে আহসান হাবিব ঠান্ডাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে চিতলমারী থানা পুলিশ। এদিনই তাকে নাশকতা মামলায় শোন এ্যরেস্ট দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অনুরূপ বিবৃতি দিয়েছেন, বাগেরহাট -১ (চিতলমারী মোল্লাহাট ফকিরহাট) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। তিনি চিতলমারী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ঠান্ডার নিঃশর্ত মুক্তি দাবী জানিয়েছেন ওই বিবৃতিতে।