মিরোজ খান জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাকাল ৯টা থেকে জেলার ৭টি উপজেলায় ৭টি ভোট কেন্দ্রে একযোগে ইভিএমএ ভোট গ্রহন চলছে। চেয়াম্যান পদে ২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন এবং সাত ওয়ার্ডে সাধারন সদস্য পদে ১৯ জন প্রার্থীসহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্ডিতা করছেন। বেলা ২টা পর্যন্ত চলবে।সকাল থেকে প্রত্যেকটা ভোটকেন্দ্রে নিরুত্তাপভাবে চলছে ভোট গ্রহণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, এই নির্বাচনকে খুব গুরুত্বে সাথে নিচ্ছে। নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্থাপিত সিসিটিভির মাধ্যমে জেলা রিটানিং অফিসার ও নির্বাচন কমিশন সার্বক্ণনিক মনিটরিং ও তদারকি করবেন।
এই সিসি টিভি দেখে যদি কোন অনিয়ম লক্ষ্য করা যায় তাহলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে।
ভোটাররা যাতে নির্বিঘ্নে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ১৫ জন করে পুলিশ সদস্য । পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও একটি ভ্রাম্যমান টহল টিম থাকবে।
তিনি আরো বলেন, এই নির্বাচনে ৮৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। অন্যান্য নির্বাচনের চেয়ে এটি গুরুত্ব সহকাররে দেখা হচ্ছে বলেও জানান তিনি। সংশ্লিষ্ট সুত্রমতে, প্রতিটি ভোট কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তদারকি করবেন।