কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাছাড়া মোল্লাহাট উপজেলায় সাধারণ সদস্য পদে এসএম অলিউজ্জামান এবং ফকিরহাটে উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
আজ ১৭ই অক্টোবর ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে বেসরকারি ভাবে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন সদর উপজেলায় যুবলীগ নেতা জাহিদ সরোয়ার টিটু, কচুয়ায় যুবলীগ নেতা মনিরুজ্জামান ঝুমুর, মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগ নেতা এম এমদাদুল হক, শরণখোলায় যুবলীগ নেতা মোঃ হুমায়ুন করিম সুমন, মোংলায় যুবলীগ নেতা মোঃ আব্দুল জলিল, রামপালে সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান প্রিন্স, চিতলমারী উপজেলায় টিটো সরদার।
সংরক্ষিত নারী ওয়ার্ড ১ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী শরীফা খাতুন, সংরক্ষিত নারী ওয়ার্ড ২ (মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী শরিফা আক্তার মুক্তা এবং সংরক্ষিত নারী ওয়ার্ড ৩ (ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী সোমা ভট্টাচার্য্য সদস্যা নির্বাচিত হয়েছেন।
সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ভোটারদের পাশাপাশি আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের উপস্হিতি ছিলো লক্ষনীয়।