চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়ন ৪নংওয়ার্ডের কাজল দালালের ছেলে মোঃসাইফুল ইসলামের স্ত্রী মোসাঃকুলসুম বেগম কে যৌতুকের জন্য স্বামী নিজ হাতে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হত্যা করে।কুলসুমের ৩ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
স্থানীয় সূএে জানতে পারলাম পাশের ইউনিয়ন উত্তর আইচা হলুদ বিল্ডিং নামক স্থানের আঃমজিদের মেয়ে কুলসুম বেগম কে যৌতুকের দাবিতে প্রায় সময়ই তার স্বামী সাইফুল ও শাশুড়ী মারধর করে। গত কাল১৮/১০/২০২২ইং রাতে বেধরক মারধর করে এতে কুলসুম গুরুতর ভাবে আহত হয়।আজ ১৯/১০/২০২২ইং তারিখ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোলার ভেদুরিয়া নামক স্থানে মৃত্যু বরন করেছে বলে ধারনা করেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাখাওয়াত হোসেনের সাথে আলাপ কালে তিনি বলেন,আজ ১৯/১০/২০২২ইঃ বিকাল আনুমানিক ৪ঘটিকার সময় খবর পেয়ে আমার ফোর্স সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় আনে,আজ রাত ১২ঘটিকার সময় ভোলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হবে, বর্তমানে মামলা প্রস্তুতি চলছে।