নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর সভাপতি ও গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা ক্বারী ওসমান গণী ‘র মাতা ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ( ২০অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন । মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি স্বামী, ৮ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগব্যাধি ভূগছিলেন।এ মহীয়সী নারীর ৮ সন্তানই মুফতি, মাওলানা ও হাফেজ কুরআন।
শুক্রবার সকাল ৯ টায় জালিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এদিকে মাওলানা ক্বারী ওসমান গনীর মায়ের ইন্তেকালে খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং সকালের কন্ঠ এর সহ সম্পাদক এস এম মহিউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন । পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর , সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, সাধারণ সম্পাদক মাওলানা মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম,সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মিছবাহ, এক শোক বার্তায় মরহুমের রুহের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহর নিকট জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম কামনা করেন।