কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে কামার তলা নামক স্থানে প্রতিবন্ধী পরিবারের উচ্ছেদের পাঁয়তারা।
থানার অভিযোগ পত্র থেকে জানা যায়, মোঃ খলিল মোল্লা বসত বাড়ি থেকে উচ্ছেদের পরিকল্পনা করছেন। কামার তলার আজবাহার আলীর ছেলে মোঃ জিল্লু ও মোঃ আজমল হোসেন কিতাব উদ্দিন এর ছেলে মোঃ সালামত শেখ সহ আরো অনেকেই প্রতিবন্ধী পরিবারের ঘরের টিনের উপর ইট পাটকেল মারে এবং গত ২১ অক্টোবর রাত ২ টার সময় বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়ির দরজা বন্ধ করে দিয়ে । প্রতিবন্ধী মোছাঃ লাবণী খাতুন (১৪) এর ঘরে ঢুকে টাকা পয়সা চুরির চেষ্টা করে।
অভিযোগ কারি মোছাঃ বুলবুলি খাতুন (৫০) বলেন, দীর্ঘ দিন যাবত জিল্লু, আজমুল এরা আমার বাড়িতে ইট পাটকেল মারে এবং গত ২১ আমার মেয়ের ঘরে ঢুকে টাকা চুরির চেষ্টা করে। এই বিষয়ে কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত মোঃ জিল্লুর বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি। সেই কারণে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহসিন হোসাইন বলেন , অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।