নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, ১৩৮৯হিজরীর এক শুভলগ্নে তরুণদের আল্লাহর পথে পরিচালিত করার মহান প্রত্যয়ে ইসলামী ছাত্রসমাজের গোড়াপত্তন হয়েছিল। আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী এ দ্বীনি ছাত্র সংগঠন পনেরশ হিজরীর ঊষালগ্নে একটি তাহরিকী নীতিমালা প্রনয়ণ করে সামনে পা বাড়িয়েছে অতীতের সব গ্লানি-ব্যর্থতা ঝেড়ে ফেলে। প্রত্যন্ত অঞ্চলে ঈমানদীপ্ত এ কাফেলার দাওয়াতী তৎপরতার মাধ্যমে মহানবীর আদর্শের সৌরভ ছড়িয়ে দিতে হবে।
তিনি জুমাবার (২১অক্টোবর) বাদ আছর ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার জরুরী প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এক রেস্তোরায় অনুষ্ঠিত প্রাণবন্ত এ প্রতিনিধি সভায় তিনি আরও বলেন, ইসলামী ছাত্রসমাজের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বচ্ছ দৃষ্টিকোণ, গঠনমূলক কর্মনীতি। লক্ষ্যহীন ও আবেগতাড়িত কোন বিশেষ রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি এ সংগঠনের উদ্দেশ্য নয়। হাজার হাজার বিশৃঙ্খল দায়িত্বহীন উদ্যত কর্মী সৃষ্টির গতানুগতিক পথ পরিহার করে প্রশিক্ষণের মাধ্যমে বাছাইকৃত ছাত্রদের স্বীয় পড়াশুনার প্রতি অত্যধিক মনযোগী এবং ঈমানী চেতনায় বলীয়ান করে আদর্শ মানবরূপে গড়ে তোলাই আমাদের প্রধানতম কাজ। সুদূরপ্রসারী এই লক্ষ্যে ইসলামী ছাত্রসমাজ নেতাকর্মীদের তাকওয়া, নিষ্ঠা, আদর্শিক জ্ঞান-প্রজ্ঞা ও দক্ষতার সাথে নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াস চালিয়ে যেতে হবে।
সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক যায়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির যুব বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু, উখিয়া উপজেলা প্রতিনিধি মুহাম্মদ সাঈদ হোসাইন, কওমী মাদ্রাসা প্রতিনিধি হাফেজ রফিকুল ইসলাম, কলেজ ইউনিট প্রতিনিধি মীম খুবাইব, ওসমান গনি, আলিয়া মাদ্রাসা প্রতিনিধি হাফেজ দেলোয়ার হোসাইন, রামু উপজেলাধীন ফতেখাঁরকুল ইউনিয়ন সভাপতি হাফেজ জয়নাল আবেদীন, স্কুল প্রতিনিধি মুহাম্মদ নবী হোসাইন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ আব্দুল্লাহ হোসাইনী, গর্জনিয়া ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ ইদ্রিস, জোয়ারিয়ানালা ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ নুরুল আবছার, রাজারকুল ইউনিয়ন প্রতিনিধি সিরাজুল মোস্তফা, খুনিয়া পালং ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ ওসমান, রশিদনগর ইউনিয়ন প্রতিনিধি হাফেজ মুহাম্মদ জুবাইর, ইবতেদায়ী মাদ্রাসা প্রতিনিধি মোহাম্মদ ওসামা প্রমুখ।
এছাড়াও অনলাইনে যুক্ত হয়ে মতামত পেশ করেন, চকরিয়া উপজেলা প্রতিনিধি রিয়াদ উদ্দিন, মহেশখালী উপজেলা প্রতিনিধি হাসানুল বান্না, কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি মুহাম্মদ ইসমাঈল, টেকনাফ উপজেলা প্রতিনিধি নুরুল হাসান।
সভা শেষে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদীর কারামুক্তি, নেজামে ইসলাম পার্টির ত্যাগী নেতা মাওলানা হাফেজ ছালামতুল্লাহর পূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি- সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।