মোহনগঞ্জ, নেত্রকোণা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বার্ত্তারগাতী গ্রামের কৃতি সন্তান সাইফুর রহমান সোহাগ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র।
গত ফেব্রুয়ারিতে ঐতিহ্যবাহী ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি পদে আনোয়ার হোসেন নাঈম এবং আবু হাসিব মুক্তকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠিত হওয়ার প্রায় আট মাস পর সোমবার তা কমিটি পূর্ণাঙ্গ করা হয়।
গত ২৪ অক্টোবর ২০২২, রোজ সোমবার দুপুর ১.৩০ মিনিটে ফজলুল হক হল শাখা ছাত্রলীগের ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হল কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
রাজনীতির পাশাপাশি সোহাগ এলাকায় শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার লক্ষ্যে বিভিন্ন উৎসাহ মূলক কাজ করছেন। তিনি ঢাকাস্থ মোহনগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে তার দায়িত্ব পালন করছেন।
ফজলুল হক হল ছাত্রলীগের শিক্ষার্থীদের প্রিয় মুখ সাইফুর রহমান সোহাগ বলেন,
“আমি গর্বিত যে আমি এমন একটি হল ছাত্রলীগের অংশ হতে পেরেছি যে হল বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা হল। এই হলের টিভি রুমেই ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ ছাত্রলীগ।আমি কৃতজ্ঞ আমার নেতা ও অভিভাবক আনোয়ার হোসেন নাঈম ভাই এর প্রতি।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সারাজীবন কাজ করে যাব৷ আগামী নির্বাচনে যুদ্ধাপরাধী শক্তিকে পরাজিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে স্ব-অবস্থান থেকে যথাসাধ্য অবদান রাখাই আমার পরবর্তী লক্ষ্য”
উলেখ্য যে, ২০১৭ সালের পর প্রায় ৫ বছর পর কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।
25/10/22