সায়মন সরওয়ার কায়েমঃ
কক্সবাজারের “বৃহত্তর ঈদগাঁও ডেকোরোটার্সের মালিক সমিতি”র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। উক্ত সম্মেলনে কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে বৃহত্তর ঈদগাঁও ডেকোরোটার্সের মালিক সমিতি সভাপতি মোহাম্মদ দিদার হোসাইন সোহেল, সাধারন সম্পাদক
আবুল কাশেম, সহ সভাপতি ছব্বির আহমেদ ও অর্থ সম্পাদক নরুল কবির নির্বাচিত হয়েছে।
গত ২২ অক্টোবর বাঁশঘাটা অস্থায়ী কার্যলয়ে ঝাকঁঝমকপূর্ণ এই সম্মেলনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাবুল কান্তি দে, সঞ্চালনা করেন মোহাম্মদ দিদার হোসাইন সোহেল। সভাপতিত্ব করেন আবুল কাশেম, নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার সানা উল্লাহ, মাস্টার নুরুল ইসলাম, মাস্টার সিরাজুল মোস্তফা, সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ছালেম, আবু তাহের, বেলাল, নুর মোহাম্মদ, নাছির উদ্দীন, বেলাল, জাহাঙ্গীর আলম, মোঃ হাসান, ফরিদুল আলম(প্রকাশ পুতু), আবদু সাত্তার, মোঃ রুবেল, মোঃ ইব্রাহিম, সাহাব উদ্দিন, সাহেদ আলম, আবু তৈয়ব, শিল্পী আবু তাহের (ঈদগড়), মমতাজ আহমেদ (ঈদগড়), মৌঃ মমতাজ আহমেদ, আজিজ, বেলাল, গিয়াস উদ্দিন, মোঃ কালু, তুরুপ আলী, আমির হোসেন, মোঃ লেদু, মোঃ শাহ আলম, ও শফিউল আলম প্রমুখ।
সম্মেলনে ঈদগাঁও, ঈদগড়, বাইশারী, ভারুয়াখালী, চৌফলদন্ডী ইউনিয়নের ডেকোরোটার্স মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।