কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
অকালে ঝরে গেল একজন সম্মুখ সারির করোনা যোদ্ধার প্রান। করোনা কালীন সময়ে বাগেরহাটের চুলকাঠি অক্সিজেন ব্যাংকের একজন সদস্য হিসেবে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন করোনায় আক্রান্ত রোগীদের। তিনি বেশ কয়েকবার রক্তদান করেছেন রোগীদের মাঝে। সংগ্রহ করে দিয়েছেন বিভিন্ন গ্রুপের রক্ত। সদা হাস্যোজ্জ্বল সকলের প্রিয় চয়ন কুমার দেবনাথ গতকাল দুপুরে খুলনার একটি ক্লিনিকে রক্ত দিতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। মুহূর্তেই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে নেমে আসে শোকর ছায়া। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে চুলকাটি অক্সিজেন ব্যাংক সহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্লাড গ্রুপের পক্ষ থেকে।
খুলনার একটি ক্লিনিকে অসুস্থ রোগীকে রক্তদানের জন্য যাচ্ছিলেন বাগেরহাট সরকারি পিসি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জেলা সদরের আওয়ামী লীগ নেতা চুলকাঠি বণিক পাড়ার চিন্ময় কুমার দেবনাথের পুত্র চয়ন কুমার দেবনাথ। খুলনা মংলা মহাসড়কের লখপুর ভুষণ ডিজিটাল স্কেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আরেকটি বাইক এসে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় চয়নের। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেলে থাকা রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আমজাদ ফকিরের পুত্র রেজওয়ান ফকির গুরুতর আহত হয়। দুর্ঘটনায় অন্য বাইক চালক আজিজুল হক সামান্য আহত হন।
অপর দুর্ঘটনাটি ঘটেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকায়। ঐদিন সন্ধ্যায় মোল্লাহাট সদর এলাকার মোঃ কামরুজ্জামানের ছেলে মুহাম্মদ সৈকত হোসেন (৩৫) বাইক চালিয়ে ফকিরহাট থেকে মোল্লাহাট তার বাড়িতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা গাড়ির লাইটের আলো চোখে পড়লে সে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে রাস্তার কালভার্টের পাশে থাকা একটি পিলারের সাথে। স্থানীয়রা উদ্ধার করে তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মিজানুর রহমান এবং ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান বাইক দুর্ঘটনার বিষয় দুটি নিশ্চিত করেছেন।