কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন জেলার অন্যতম সেরা প্রতিষ্ঠান ষাট গম্বুজ বায়তুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক সর্দার ফখরুল ইসলাম। বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাট গম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মোঃ আসলাম হোসেন।
পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদ বাগেরহাট জেলা শাখার সভাপতি ঠিকাদার মোহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার, ষাট গম্বুজ বায়তুশ শরফ এতিমখানার সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান পিয়ার, হেফজ খানার সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিমুল, মোনায়েম কাজী, শেখ শরিফুল ইসলাম, মৌলভী সালেহ আহমেদ ও রাবেয়া বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওলানা হুমায়ুন কবীর, তরিকুল ইসলাম, মোঃ আইয়ুব হোসেন, মোহাম্মদ মাহমুদুল হাসান, ওজায়ের আহমেদ, আরিফুন্নেছা সাবেরা, আফসানা খন্দকার, নাজমুন নাহার প্রমূখ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে নাজমুল হুদা, তরিকুল ইসলাম, হাফেজ শাহ আলম, মারিয়া খাতুন সহ সকলেই অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।