মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো আজ ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) নোয়াখালীর চাটখিল উপজেলায় শিক্ষক দিবস ২০২২ উদযাপন করা হয়। সকাল ৯ ঘটিকায় র্যালীর মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়,র্যালী শেষ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়।
চাটখিল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভুঁইয়া।
চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চাটখিল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আফছার উদ্দিন জুয়েল। এছাড়াও সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি আবু তৈয়ব, জমিউতুল মুদাররেসিন চাটখিল উপজেলার সভাপতি মাওলানা আবদুল মান্নান, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মনিরুজ্জামান আনসারী, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি ঊষা রানী মজুমদার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এহসানুল হক চৌধুরী বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, “দেশের অর্থনৈতিক পরিবর্তনের জন্য উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার বিকল্প নেই”
প্রধান বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া বলেন,”অবকাঠামো দিয়ে কোনো প্রতিষ্ঠান কখনও বিখ্যাত হয় নি,শিক্ষকরাই প্রতিষ্ঠানকে বিখ্যাত করে তোলেন”
শিক্ষা প্রদান করতে গিয়ে শিক্ষকবৃন্দ যেনো শিক্ষার্থীদের হৃদয়ের মানসপটে ঢুকে যেতে পারেন, এই প্রত্যয় ব্যক্ত করে সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দিবসটি উদযাপনে সমন্বয়কের ভূমিকা পালন করছে