মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালি রাজধানী রোম পরে এবার ভালোবাসার নগরী ভিসেন্সায় প্রদর্শিত হয়েছে এ সময়ের জনপ্রিয় বহুল আলোচিত সিনেমা ’পরান’। ইতিমধ্যেই প্রবাসী দর্শকদের মন জয় করেছে। ভিসেন্সার বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তি মান্না সরদার এর সার্বিক ব্যবস্থাপনায় ও উৎপল সিং, নিজর মির্জা, নিয়াজ বাদশা, শুমেল আহমেদ এর যৌথভাবে সহযোগিতায় ২৯ অক্টোবর শনিবার ভিসেন্সা আর্জোনানো সিনেমা হলে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর ইতালি রাজধানী রোমে ২টি শো তে পরিপূর্ণ হলে পরান’ সিনেমাটি প্রদর্শিত করার পর বিভিন্ন শহরের প্রবাসীদের ব্যাপক আগ্রহ দেখা যায়।
ইতালিতে সিনেমাটির পরিবেশক আমির হোসেন লিটন বলেন, পরান সিনেমাটি ইতালিতে দর্শকদের পরান কেড়েছে। প্রতিদিনই বিভিন্ন শহর থেকে দর্শকরা পরান ছবিটি দেখার আগ্রহ জানাচ্ছেন। তাদের আগ্রহে আমরা ইতালির বিভিন্ন শহরে বাংলা সিনেমা দেখানোর উৎসাহ পাচ্ছি। এভাবেই একদিন বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে।’
এদিকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে ইতালির দর্শকরা সিনেমা হলে গিয়ে পরান ছবির পোস্টারের সঙ্গে ছবি তুলছেন। সিনেমায় শরীফুল রাজের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। শুধু তাই নয়, ওসি চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয়ও দর্শক উপভোগ করেছেন। এ ছাড়া মিম ও ইয়াশ রোহানের অভিনয় দর্শকের মন ছুঁয়েছে। সিনেমাটির চলো নিরালায় গানটি এখন সবার মুখে মুখে। তিনি আরো বলেন, ” আমরা ইতালির ভিসেন্সার মতো এমন কিছু শহরে পরান নিয়ে যাচ্ছি, যেখানে এর আগে বাংলা সিনেমা দেখানো হয়নি। এটা সত্যিই বাংলা সিনেমার জন্য বিশাল পাওয়া।”
ভিসেন্সায় পরান সিনেমা পরিবেশক মান্না সরদার বলেন, বাংলা যে কোন সামাজিক সিনেমা বিদেশে প্রবাসীদের দেখানোর মানেই প্রবাসীরা কাজের ফাঁকে একটু বিনোদনের খোঁজ যেমন পাবে ঠিক তেমনি আমাদের বাংলা কৃষ্টি, সংস্কৃতিকেও এভাবে ধরে রাখতে পারবো।
জানা যায়, ইতালিতে দর্শকের ব্যাপক আগ্রহে প্রতি সপ্তাহে বিভিন্ন শহরে চলবে এই সিনেমা ইতিমধ্যেই ভিসেন্সা পর এবার ভেরনা, আনকোনা, জেনোভা, লাসপেসিয়া, ভেনিস, নাপোলি শহরে সিনেমা প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।