নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি নওগাঁঃ
জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা এলাকায় মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে অনিকা বসুরা(৬) নামের এক ছাত্রী নিহত এবং অনিকা বসুরা’র মা আখিঁ ও তার প্রতিবেশী জুনায়েদ(৫) আহত হয়েছে। নিহত অনিকা বসুরা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউপির চাকলা গ্রামের শাহিনুর ইসলামের মেয়ে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, রবিবার সকাল ১০ টার দিকে দুর্গাদহ টু পাহাড়পুর রোডে নিহত শিশু শিক্ষার্থীর মা আখিঁ তার দুই ছেলে মেয়েকে নিয়ে অটোভ্যানে যাচ্ছিল। এ সময় দ্রুতবেগে যাওয়া একটি মোটরসাইকেল অটোভ্যানকে ধাক্কা দিলে ওই মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে আনিকা বুসরা নিহত হয়।
এ ঘটনায় মা আখিঁ ও তার প্রতিবেশী জুনায়েদ আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।