মিরসরাই।।।
মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র অক্টোবর মাসে এর ১০০’শ ডোনারের লাল ভালোবাসা সম্পুর্ণ ৷ আমরা সাংগঠনিক পথ চলায় প্রত্যেক টা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সংগঠনের অল্প সময়ে এই ক্ষুদ্র অর্জন৷ এটা আমাদের জন্য বিশাল পাওয়া।মিরসরাইয়ের ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক শুধু রক্ত নিয়ে নয়, এবং মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের সদস্যদের আন্তরিকতা এবং একান্ত প্রচেষ্টায় তিনজন গরীবের মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়ার পর সফল হয়েছি।
ফ্রেন্ড সার্কেলে এডমিন, মেহেদী হাসান ইমন, তৈয়ব, এবং তানবীর হোসন বলেন আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক শুধু রক্ত নিয়ে নয় গরীব অসহায় মানুষের পাশে সবসময় থাকবে।