কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
২২ অক্টোবর বিএনপি’র খুলনার বিভাগীয় গণ সমাবেশ থেকে ফেরার পথে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী ও সমর্থক। মোল্লাহাট ফকিরহাট ও চিতলমারী এলাকার আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে তাদের বাড়িতে উপস্থিত হন বাগেরহাট জেলা বিএনপি নেতা বাগেরহাট ১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা। এসময় তিনি এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই জালিম সরকারের সময় শেষ হয়ে আসছে। তারা আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চাচ্ছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করছে, বিএনপি তাদের অবশ্যই মূল্যায়ন করবে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আন্দোলন সংগ্রামে শাহাদাত বরণকারী ও হতাহতদের পাশেই রয়েছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি এবং বিরোধী জোটের উপর দমন নিপীড়ন চালিয়ে দেশটাকে তলা বিহীন ঝুড়িতে পরিনত করা হয়েছে। এবার দেশের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারকে বিদায় করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদ মিয়া, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম, মৎস্যজীবী দলের নেতা আসাদ শেখ, শিবলী সাদিক, সিরাজ মোল্লা, বদর মোল্লা, রুহুল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।