কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি:
আধুনিক মৎস্য আড়তের উদ্বোধন করা হয়েছে বাগেরহাটের রামপালের ফয়লাহাট সিএন্ডবি মোড় এলাকায়। বুধবার (২ নভেম্বর) বেলা ১১টায় এই আড়ৎ উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, এ রাসেল। অনুষ্ঠানটির সভাপতির দায়িত্বে ছিলেন আওয়ামীলীগ নেতা, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড।
বাগেরহাটের সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনে এই এলাকার ব্যাপক সুনাম রয়েছে। আধুনিক পদ্ধতিতে মৎস্য ক্রয় বিক্রয়ের জন্য ফয়লার এই আড়ৎ অনেক গুরুত্বপূর্ণ। এই আড়তে ব্যবসায়ী ও মৎস্য চাষিদের নিরাপত্তা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে জানিয়েছেন আড়ৎ পরিচালনা পরিষদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, কাজী রাশেদুল ইসলাম ডালিম, ফয়লাহাট বাজার ব্যবসায়ী, আড়ৎদার, স্থানীয় ব্যাংক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।