লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
৪ নভেম্বর, ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জে পালিত হয়েছে প্রথমবারের মত সংবিধান দিবস। এ উপলক্ষে শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার শাহারিয়ার নজির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম সভায় বলেন আন্তর্জাতিকভাবে গর্ব করার মত আমাদের অর্জন হল সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বের কারণ অতি অল্প সময়ে আমরা একটি সংবিধান পেয়েছি।যেখানে সকল নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে।
সংবিধান প্রসঙ্গে আরও বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, নূরনবী চঞ্চলসহ প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনীতিবিদ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।