এস এম মহিউদ্দিন / আবুল হোসেন রিপন ::-
খাগড়াছড়ি জেলার গুইমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ।
শুক্রবার (৪ নভেম্বর ২০২২) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন এর সঞ্চালনায় জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা কৃষি অফিসার উঙ্কার বিশ্বাস, গুইমারা থানার সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রসার সুপারিনটেন্ডেন জয়নাল আবেদীনসহ সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকরা।
সভার সভাপতি উপজেলা নিবার্হী অফিসার মোতাছেম বিল্যাহ জাতীয় সংবিধান দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।