সায়মন সরওয়ার কায়েমঃ
বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ শনিবার ঈদগাঁওতে আসছেন। এদিন বিকেলে তারা বাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিশাল কর্মী সভায় যোগদান করবেন। অবৈধভাবে বালি উত্তোলন, নদ-নদীর দখল ও দূষণ, বনাঞ্চল নিধন ও পরিবেশ বিরোধী কার্যক্রম বন্ধ করার দাবিতে এ সভার আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা শাখা।
এতে ঈদগাঁও উপজেলা শাখার নতুন কমিটিও ঘোষণা হতে পারে বলে সূত্রে জানা গেছে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সাংগঠনিক সম্পাদক এইচ, এম, নজরুল, জেলা বাপা নেতা এরফানুল হক চৌধুরী সহ জেলা শাখার অন্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দের।
উক্ত অনুষ্ঠানে আগ্রহী পরিবেশ সচেতন ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ হাসান তারেক।
সংশ্লিষ্টরা জানান, জেলা কমিটির নির্দেশনা অনুসারে এবার নতুন কমিটির কলেবর সংক্ষিপ্ত করা হবে।
পাশাপাশি নারী নেতৃত্বকে অধিকতর গুরুত্ব দেয়া হবে।
এদিকে বার্ষিক এ কর্মীসভা সফল করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখা।