মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা টিমের সাবেক ফুটবল খেলোয়াড় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইতালি প্রবাসী ক্রীড়া প্রেমী আরমান উদ্দিন স্বপন তার নিজ ব্যক্তিগত সৌজন্যে বাহাদুরপুর স্পোটিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন।
ইতালিতে অনুষ্ঠিতব্য এম্বাসি গোলকাপ ফুটবল টুর্নামেন্টে বাহাদুরপুর স্পোর্টিং ক্লাব অংশগ্রহণের লক্ষ্যে তিনি এই জার্সি উপহার করেন। এ সময় তিনি বলেন প্রবাসে বেড়ে উঠা প্রজন্মরা মাদকাসক্ত থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হতে এবং তাদেরকে উৎসাহিত করতে তিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি আরো বলেন তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে।
সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তিনি সবসময় যুবসমাজকে ও খেলোয়াড়দের যেকোনো সহযোগিতায় এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন।
তিনি খেলাধুলার উন্নয়নে ও প্রসারে প্রত্যেকটা দেশের প্রধানদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।