মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয়ের সাইফুল ইসলাম (৩২) নামের এক শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করেছে স্কুলের শিক্ষার্থী,অভিভাক ও এলাকাবাসী,শনিবার (৫ নভেম্বর) সকালে প্রাইভেট পড়তে গেলে বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষকের বিরুদ্ধে।তিনি একই ইউনিয়নের কড়িহাটি গ্রামের হোসাইন মোহাম্মদের ছেলে,ঘটনার দিন রাতেই এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে জানা যায়।
এই ঘটনার প্রতিবাদে রবিবার (৬ নভেম্বর) সকাল সােয়া ৯ টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা,অভিভাবকগন এবং এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন,সড়ক অবরোধের কারণে তালতলা বাজারে দীর্ঘ সময় গাড়ি চলাচল বন্ধ ছিলো।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া ঘটনাস্থলে গিয়ে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়,পরে দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ঐ শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাটখিল পৌর সভার প্যানেল মেয়র সাজ্জাদ বিন ইউসুফ জানান, এই ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি রোববার (৬ নভেম্বর) জরুরি সভা করে ঐ শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে,ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা কয়েক বছর আগে মারা যাওয়ায় তার পরিবারের পাশে স্কুল কর্তৃপক্ষ থাকবে বলেও তিনি জানান।
তালতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল জানান,গতকাল শনিবার সকালে তালতলা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে একই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো.সাইফুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায় নবম শ্রেণির এক শিক্ষার্থী। সেখানে গণিত শিক্ষক সাইফুল ইসলাম ওই ছাত্রীকে যৌন হয়রানি করে,কে বা কাহারা এ ধরনের একটি আপত্তিকর ভিডিও গোপনে মুঠোফোনে ধারণ করে নেয়,শনিবার রাত ১১ টার দিকে আমি বিষয়টি জানতে পারি,আজ রোববার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখি অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে,পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাটখিল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে,ভিকটিম ছাত্রীর মা বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছেন,আসামীকে আদালতে পাঠানো হবে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান,
এমপি ইব্রাহীম উনাকে ঘটনাটি অবগত করলে উনি স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দেন অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটির মাধ্যমে এমন নেককার জনক ঘটনার সত্যতা নিশ্চিত করে কঠর শাস্তি প্রদানে সহযোগিতা করতে।