সায়মন সরওয়ার কায়েমঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তমজিদ নামের এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোবারক ও শামরান কবির আবু নামের আরো দুই আহত হয়েছে। তারা রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বাসিন্দা। ৬ নভেম্বর রাত আনুমানিক রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভেমরিয়া ঘোনা এলাকার শিয়া পাড়া রাস্তার মাথায়। নিহত তমজিদ ঈদগড়ের ছৈয়দ হোসনের ছেলে। আহত মোবারক টোটারবিল এলাকার রমজানের ছেলে এবং অপরজন বদর মোকাম এলাকার নুরুল কবিরের ছেলে বলে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পাঠাও চালক শামরান কবির আব্বু একজন যাত্রী নিয়ে ঈদগাঁও আসছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে, পরে খাদে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তমজিদকে মৃত ঘোষণা করেন।অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল হাকিম দূর্ঘটনার সংবাদটি পেয়েছেন বলে নিশ্চিত করেন।