মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় চাটখিল পৌর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সিএন্ডবি রোডের ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার ৮ নভেম্বর রাত ১ঃ১০ মিনিটে উপজেলার চাটখিল পৌর বাজারের ঢাকা-চাটখিল প্রধান সড়ক সিএনবি রোডের মোহাম্মদীয়া হোটেলের দক্ষিণ পার্শ্বে খাল পাড়স্থ দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,রাত অনুমান ০২.১৫ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আসে,প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী।
স্থানীয় সূত্রে জানা যায়,চাটখিল পৌর বাজারের প্রধান সড়ক সিএনবি রোডের পাশের ৯ টি দোকানে আগুন ছড়িয়ে পড়লে দোকান গুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়,তাৎক্ষণিক চাটখিল, সোনাইমুমী ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে,কিন্তু এরইমধ্যে আগুনে সোলায়মান ফার্মেসী,ফয়সাল ফার্মেসী,মায়ের দোয়া খাবার হোটেল,১টি হার্ডওয়্যার দোকান, ১টি সাইকেল পার্টসের দোকান সহ মোট ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
চাটখিল ফায়ার সার্ভিস স্টেশন লিডার আবুল কালাম জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান,অগ্নিকান্ডে আনুমানিক ০৩ (তিন) কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে,এক রাতের মধ্যে কতোগুলো পরিবার নি:স্ব হয়ে গেল,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি ক্ষতিপূরণ পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখায় যোগাযোগ করে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়েছে।