শুভ বসাক , ময়মনসিংহ :
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার ভিত্তিক এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম সি-১৯ আরএম প্রকল্পের সম্পূরক অর্থায়নে সুঁইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারী এবং তাদের যৌন সঙ্গীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম সম্পর্কে ময়মনসিংহে সচেতনামূলক কর্মশালা আয়োজন করেছে কেয়ার বাংলাদেশ। বুধবার সকালে নগরীর জয়নুল উদ্যান পার্ক বৈশাখী মঞ্চে কর্মশালায় কোভিড-১৯ করোনা ভাইরাস সম্পর্কে নাগরিকদের সচেতনতা এবং টিকাদান বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। কেয়ার বাংলাদেশ কোভিড-১৯ প্রজেক্টের প্রোগ্রাম অফিসার জান্নাতুন ফেরদৌস খানের সভাপতিত্বে ও কেয়ার বাংলাদেশের কাউন্সিলর মোঃ মাহফুজ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য অফিসার সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসিকের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. বোরহান উদ্দিন আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ম্যানেজার রুকনুজ্জামান, সুপারভাইজার অনিমেষ চন্দ্র দাসসহ কেয়ার বাংলাদেশের অন্যান্য প্রতিনিধিগণ প্রমুখ।