মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালীর চাটখিলে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শাহ সুফিয়ান ও তার পরিবারকে হয়রানির ও মিথ্যা মামলার অভিযোগ পাওয়া গেছে,অভিযোগ সূত্রে জানা যায়,ভীমপুর গ্রামে সরকারি সম্পত্তি দখল করে গড়ে তোলা দোকান ঘর সহকারী কমিশনার(ভূমি) উজ্জ্বল রায় কতৃক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পর, প্রশাসনের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য অগ্নিকাণ্ডের নাটক সাজায় আবুল কালাম গরু ব্যাপারীর ছেলেরা তাদের পূর্ব শত্রুতার জেরে লন্ডন প্রবাসী শাহ সুফিয়ান ও তার পরিবারকে হয়রানির উদ্দেশ্যে এ ঘটনায় জড়িয়ে থানায় অভিযোগ দায়ের করে।
কথিত এই অগ্নিকাণ্ডের ঘটনায় আসামী করা হয়েছে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক শাহ সুফিয়ান ও তার পরিবারের সদস্যদের,এ ব্যাপারে শাহ সুফিয়ানের বাবা আবুল কালাম (৬০) বলেন,আমি এবং আমার পরিবারকে দীর্ঘদিন থেকে সামাজিকভাবে হেয় করে আসতেছে আবুল কালাম গুরু ব্যাপারী এবং তার কিশোর গ্যাং ছেলেরা।
তিনি আরো বলেন,২০০৫ সালে তারা জোর পূর্বক আমার জায়গা দখল করে ঘর নির্মাণ করে বর্তমানে তারা সে ঘরে বসবাস করছে,তারা আমার জায়গায় জোর করে দোকানঘর ও করেছে,আমার ছেলে ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করে আগুনের নাটক সাজায়,নিজেরা নিজেদের দোকানে আগুন দেয়,এলাকার মানুষের চলাচলের জন্য নেওয়া জেলা প্রশাসনের ১ নং খাস খতিয়ানের জায়গা দখল করে রাতের আধারে দোকান তৈরি করে, বিষয়টি সরেজমিনে তদন্ত করে সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় সেটা উচ্ছেদ করার জন্য নোটিশ জারি করে,বর্তমানে আবুল কালাম গরু ব্যাপারীর ছেলেরা আমাদেরকে বিভিন্নভাবে এলাকায় হুমকি-ধমকি দিয়ে আসছে,আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি,আমি প্রশাসন এবং সরকারের কাছে আমাদের নিরাপত্তা চাই। আমি সোমবার(৭ নভেম্বর) রাতে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্রিটিশ নাগরিক শাহ সুফিয়ানের মা সালেহা আক্তার (৫৪) ভাই শাহ্ নেওয়াজ আরিফ (৩৫) প্রতিবেশী হান্নান বিন আবু (২৯)
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।