মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন জাকির হোসেন জাহাঙ্গীর (৫৫), শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তিনি জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মহিউদ্দিন টোকনের হাতে এ পদত্যাগ পত্র জমা দেন।
জাকির হোসেন জাহাঙ্গীর এর ফেসবুক আইডিতে ১১ নভেম্বর শুক্রবার সকালে পদত্যাগের ঘোষণার পোস্ট ভাইরাল হয়,ফেইজবুক পোস্টে তিনি লিখেছেন, “কোন রাগ নয়, কোন দুঃখ নয়, কাহারো প্রতি কোন অভিমান নয় আমি আমার ব্যক্তিগত অসুবিধার কারণে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে ও দলের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি নিলাম”।
বিশেষ কারণ বশত তিনি পদত্যাগ করেছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন,পদত্যাগের বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শারীরিক অসুস্থতার কারণে তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে জেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়বক বরাবর একটি পদত্যাগ জমা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,জাহাঙ্গীরের পদত্যাগের ঘটনায় চাটখিল উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন জানান, পদত্যাগ পত্র এখনো তার হাতে এসে পৌঁছায়নি, পদত্যাগ পত্র হাতে পেলে এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হবে।
উল্লেখ্য, ২০১১ সালে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন,তারপর থেকে তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।