ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
১১ নভেম্বর ২০২২ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সানন্দবাড়ী শাখার উদ্যোগে ফ্রেশ কোম্পানির বিক্রয় প্রতিনিধি শামীম আহম্মেদ কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় তার পরিবারকে দশ লক্ষ টাকা (নগদ) আর্থিক সহায়তা প্রদান করার দাবিতে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন অত্র এলাকার বিক্রয় প্রতিনিধিরা।এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামছুল হক মতিন, সহ-সভাপতি মহিউদ্দিন খান মনির, সাধারণ সম্পাদক রায়হান আলী রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আরিফুল হাসান, সাংগঠনিক সম্পাদক লাভলু হোসাইন প্রমূখ।
সকল বক্তাদের বক্তব্যে বিক্রয় প্রতিনিধিদের জান-মালের নিরাপত্তা,দূর্ঘটনায় ক্ষতিপূরণ, চাকরির নিশ্চয়তা নিশ্চিত করণের দাবি পেশ করেন এবং বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আট দফা দাবি মানার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।