মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
সদ্য পদত্যাগকারী চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর চাটখিল পৌর বাজারে তার বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন।
১২ (নভেম্বর) শনিবার বিকেলে তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন,আগামী ২০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে তিনি ফের সাধারন সম্পাদক প্রার্থী হওয়া নিয়ে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের বাসায় সংসদ সদস্যের উদ্যোগে নেতাদের ভোট নেওয়া হয়,সেই ভোটে তিনি (জাকির হোসেন জাহাঙ্গীর) সবছেয়ে বেশি ভোট পেলেও তাকে একক প্রার্থী ঘোষণা দেওয়া হয়নি,বারবার অনুরোধের ফলেও তাকে একক প্রার্থী ঘোষণা না করায় তিনি হতাশ হয়ে এ পদত্যাগ করতে বাধ্য হন,সংবাদ সম্মেলনে জাকির হোসেন জাহাঙ্গীর আওয়ামী লীগের দুঃসময়ে তার অবদানের স্মৃতিগুলি স্মরণ করে বলেন আমি দলীয় পদ থেকে পদত্যাগ করেছি বাংলাদেশ আওয়ামী লীগে থেকে নয়,আমি এই সিদ্ধান্তে অটল থাকবো এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শেই বাকি জীবন সন্মানের সাথে অতিক্রম করতে চাই।
প্রসঙ্গত যে,১১ (নভেম্বর) শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পথ থেকে পদত্যাগের ঘোষণা দেন,পরে একই দিন সন্ধ্যায় তিনি জেলা আওয়ামী লীগের কাছে তার লিখিত পদত্যাগ পত্র জমা দেন।