মোঃ জাহিদুল হাসান
শখ এমন একটি নিয়মিত ক্রিয়াকলাপ হিসাবে বিবেচিত যা উপভোগের জন্য করা হয়। সাধারণত অবসর সময়ে শখের কাজ গুলো করা হয়ে থাকে। আবার কেউ কেউ তার কর্মজীবনেও এর প্রয়োগ ঘটান। শখের মধ্যে থিমযুক্ত আইটেমগুলি এবং বস্তু সংগ্রহ করা, সৃজনশীল এবং শৈল্পিক কর্মকান্ডে নিযুক্ত হওয়া, খেলাধুলা করা বা অন্যান্য বিনোদনমূলক কর্মকান্ড উপভোগ করা।
এমনই একটি ব্যতিক্রমী কান্ড ঘটান কুড়িগ্রামের অটোরিকশা চালক আশরাফুল। খোদ নিজের রিকশাটাই আর্জেন্টিনার পতাকার আদলে তৈরি করে ফেলেছেন।আবেগ আর ভালোবাসায় পরিস্ফুটিত বলেই তিনি তার কর্মজীবনের চলার জিনিসটার মধ্যেও পছন্দের দলের পতাকা এঁকেছেন।আর মাত্র এক সপ্তাহ পর কাতারে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২২। ফুটবল নিয়ে থেমে নেই ভক্ত ও সমর্থকদের উন্মাদনা। কেউ কেউ বানিয়েছেন কয়েক কিলোমিটার পতাকা,আবার কেউবা তার নিজের বাড়িকে রঙ করেছেন পছন্দের টিমের পতাকার সাথে মিল রেখে। আসন্ন ফিফা বিশ্বকাপে ৩২ টি দল লড়াই করবে। ২৮ দিনে ৬৪ ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব আসরের সর্বোচ্চ লড়াই। এর পর কেউ কেউ ভাসবেন আনন্দের জোয়ারে, আবার কেউবা তাকিয়ে থাকবেন পরের বিশ্বকাপ-২০২৬ এর দিকে।