কামরুজ্জামান শিমুল:
৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছি। দেশে আইনের শাসন, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল। দেশ, জনগণ, স্বাধীকারসহ স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাবিরোধী সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ নভেম্বর সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল। বিপ্লবের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আমাদের জাতীয় জীবনে ৭ নভেম্বর গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম জামান সজল। রবিবার (১৩ নভেম্বর) দক্ষিন কোরিয়ার উইজম্ভু কনভেনশন সেন্টারে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দক্ষিণ কোরিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির হাসিব, যুগ্ম সদস্য সচিব ইমন রহমান আহী, দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামান সরকার নলেজ, মেহেদী মাসুদ, দক্ষিণ কোরিয়া যুবদল নেতা মোশারফ হোসেন, মামুন ঢালী, কাউসার শেখ, শাহ্ আলম, সুজন হাওলাদার, আবু হানিফ তালুকদার, রাকিবুর রহমান, পুষ্পক কুমার ধর, কাইয়ুম শেখ, মামুন ওসমান ও শুভ চৌধুরী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়াদুদ সরকার, মেহেদী মাসুদ, মনা দেওয়ান, কাইয়ুম চৌধুরী শুভ, রুবেল রানা, জি এম সালাউদ্দিন, মাহবুবুর রহমান, মোঃ সজিব খান, মনির হোসেন, রাশিদুল ইসলাম জুয়েল, আজিজুল হাকিম, নুর হোসেন, চঞ্চল মোল্লা, আরমান,নাইম, হিরো, শাওন, মোঃএনায়েত উল্লাহ, মোঃ রুবেল রানা, আব্দুল্লাহ আল মামুন, জুনায়েদ, এস এম কামাল, মোঃ ছবুর মাদবর, সোহেল রানা, তুষার, আজিজুল হক, মোঃ জুয়েল, মোঃ বিল্লাল, মোঃ কামাল হোসেন, শেখ বিল্লাল হোসেন, আল মামুন, মোঃ আলতাফ হোসাইন, সুমন মিয়া, মোঃ ফারুক, মোঃ অহিদুল হাছান, আরিফুল গোলদার, রুহুল আমিন, মোঃ সাইফুল ইসলাম, রাসেল হোসেনসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।