কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে নিয়ে বাগেরহাট জেলা সদরের ষাট গম্বুজ ইউনিয়নের কৃষির উন্নয়নে করণীয় সম্পর্কে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে বারাকপুর বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোসাব্বিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু।
প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিয়া সুলতানা, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার ইমরান হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ রাসেল, আলতাফ চাকলাদার, মোজাম শেখ, হাওলাদার আসাদুজ্জামান রিপন, বাসারাত মোল্লা, আবু বকর সিদ্দিক, দুলাল রঞ্জন, কামরুল ইসলাম, হান্নান শেখ, মরিয়ম বেগম তারা, ছকিনা বেগম, নাদিরা বেগম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম, বিপুল দাস, চাষীদের মধ্যে অনুকুল দাস, শেখ আব্দুল হক, শেখ কামাল, সোনা দাস, মোহাম্মদ জালাল উদ্দিন, ডাক্তার গোবিন্দ দাস, খোকন শেখ, সহ অনেকে।