আরিফুর রহমান মাদারীপুর
ইসলামী আন্দোলন এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, দেশের মানুষ খাদ্য সংকটে ভুগছে। দেশে রাজনৈতিক সঙ্কটাপন্ন অবস্থা বিরাজ করছে। চলমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। তিনি আরো বলেন, সরকার জনগণকে দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে। ফলে লুটেরা লুটপাটের আরও সুযোগ নেবে। কৃষকরা উৎপাদন বাড়াতে প্রস্তুত; তাদের যথাযথ সহায়তার প্রয়োজন। আর উৎপাদিত ও নিত্যপণ্যের সুষম বণ্টন নিশ্চিত করতে পারলে দেশে কোন সংকট থাকবে না।
১৩ নভেম্বর২২ইং, রবিবার বিকেলে মাদারীপুর জেলা শাখার উদ্যোগে পুরান বাসস্ট্যান্ডস্থ হোটেল মাতৃভূমির কনফারেন্স রুমে ইউনিয়ন প্রতিনিধি সভা ও বিগত ইউপি নির্বাচনে হাতপাখা প্রতিকে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা সভাপতি, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি, মুফতী মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দফতর সম্পাদক, মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক, মাওলানা এস এম আজিজুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর) মাওলানা জামিল হোসেন।
উপস্থিত ছিলেন আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি, অধ্যাপক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক, মাওলানা ইসমাইল হোসেন আকন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
মুফতি ফয়জুল করীম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। বিভিন্ন মিডিয়ার জরিপে উঠে এসেছে, দেশের ৬৮ ভাগ মানুষ খাবার কিনতেই হিমশিম খাচ্ছে। খাবার কিনতে সম্পদ বিক্রি করছে মানুষ। বড় একটি অংশ ঋণ করে চলছে। দেশের সম্পদ বিদেশে পাঁচার হয়ে যাওয়ায় অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী সিলেবাস থেকে কৌশলে ইসলামী শিক্ষাকে বিদায়ের নানামুখি আয়োজন সম্পন্ন করেছেন। তিনি সিলেবাসে হিন্দুত্ববাদী শিক্ষানীতি বাস্তবায়নে মরিয়া হয়ে উঠছেন। ইসলামী শিক্ষাকে নামমাত্র রেখে পাবলিক পরীক্ষা থেকে বাদ দিয়েছেন। ডারউইনের নাস্তিক্যবাদী অযৌক্তিক মতবাদ সিলেবাসে অন্তর্ভুক্ত করে কোমলমতি মুসলিম শিশুদের নাস্তিক্যবাদে ধাবিত করার চক্রান্ত চলছে। তিনি মানুষের মৌলিক ও ভোটের অধিকার দিতে ব্যর্থ সরকার পুরোনো স্বৈরাচারী কায়দায় যেনতেন নির্বাচনের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন।