নুরুল কবির আরমান,
বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়িতে শানে সাহাবা খতীব কাউন্সিলকে গতিশীল করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬নভেম্বর) বুধবার সকালে খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদের জেলা আহ্বায়ক মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা সদস্য সচিব মাওলানা শহীদুল্লাহ’র সঞ্চালনায় যুগ্ন আহবায়ক মাওলানা শফিউল্লাহ, মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা কাউসার আজিজী, মাওলানা আলী মর্তুজা, মাওলানা আশরাফ আলী ও মাওলানা মুস্তাক আহমদ আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।