শরীয়তপুর থেকে আক্তার হোসেন
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজির হাটে,র হাসান মাহামুদ নায়েব ফিলিং স্টেশন’কে তেল কম দেয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫-নভেম্বর) দুপুরে বিএসটিআই ও জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেলের নেতৃত্বে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে এই টাকা জরিমানা করা হয়।
সূত্রে জানা গেছে, অভিযানে বিএসটিআই কর্মকর্তারা সাথে করে তেল পরিমাপের করার পাত্র নিয়ে আসেন। এসময় প্রথমে ১০ লিটার পেট্রোল নিয়ে দেখা যায় ৩১০ মিলি কম। পরে অকটেন এবং ডিজেল মাপলে দেখা যায় ডিজেলে ৩৫০ মিলি এবং অকটেনে ৪১০ মিলি কম।
পরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪৫/২০২২নং মামলার বিপরীতে মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনকে নগদ ৫০হাজার টাকা অর্থদণ্ড করেন।
এদিকে মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনের মালিক মোঃ আলী হোসেন সিকদার দাবি করেন
তারা নিয়মিত যাচাই করেই তেল বিক্রি করেন। মেশিন অটোমেটিক আপ-ডাউন করতে থাকায় তারা নিয়ন্ত্রণ করতে পারেননি। ইচ্ছেকৃতভাবে ওজনে তেল কম দেননা বলেও দাবি তাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল বলেন, বিএসটিআইয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ডিজেল, পেট্রোল ও অকটেন ওজনে কম দেয়ায় সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।