বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে রবি ২০২২/২৩ মৌসুমে গম ভূট্টা সরিষা সূর্য মুখিওশীতকালিন পেঁয়াজ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্রও প্রান্তিক কৃষক দের চাষাবাদে সহায়তা প্রনোদনার জন্য বিনামুল্যে বীজ ওরাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার বেলা ১১ টায় কৃষি অফিসের হল রুমে কৃষি কমকতা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অননুষ্ঠিত হয়। সভায় প্রধানঅতিথি ছিলেন সংসদ সদ্স্য শ্রী পন্ঞানন বিশ্বাস,বিষেশ অতিথী ছিলেন উপপরিচাল ডি,এই,কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান নিতাই,মহিলা ভাইস চেয়ারম্যান চন্ঞালা মন্ডোল,কৃষি সম্প্রসারন অফিসার মোঃশরিফুল ইসলাম, মোঃ আসাদ্দুজামান, সহ-সভাপতি মোঃ আহসান কবির,সাংবাদিক অনুষ্টান শেষে ২৫শ জনকে সূর্য মুখি,২হাজার জনকে সরিষা,৩০জনকে শীতকালীন পেঁয়াজ ও ৫শজনকে ভূট্টা ২৫শজনকে হাইব্রিড ধান বীজ,১৪শ জনকে উপশীধান বীজ দেওয়া হয়।সবমোট ৮হাজার ৯শত ৩০জন কৃষক, কৃষাণীকে প্রদনা প্রদান করেন।