মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি >
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ফরিদপুরের ভাঙ্গায় মাধ্যামিক ও মাদরাসা সমূহের অধ্যায়ণরত শিক্ষার্থীদের খেলা ধুলার চর্চা অব্যাহত রাখাসহ গুনগত মানোন্নয়নের লক্ষে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়েদের মধ্যে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান নিঝুম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি দৈনিক নয়া-দিগন্ত পত্রিকার ভাঙ্গা উপজেলা সংবাদদাতা এ. টি. এম. ফরহাদ নান্নু’র মেয়ে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল-এর সভাপতিত্বে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ-বিদ্যালয়ের হলরুমে বিজয়ীদের হাতে সার্টিফিকেট এবং ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সেসময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাস, সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন, কাউলীবেড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেজবাউদ্দিন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ।