কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
এটি এন বাংলা ও এটি এন নিউজের বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবু ও তার চাচাতো ভাই মোয়াজ্জেম শেখ এর মৎস্য ঘেরের গৈ ঘরে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। অগ্নি সংযোগে দুটি গৈ ঘর সম্পূর্নরুপে ভষ্মীভূত হয়েছে। এসময়ে গৈ ঘরে থাকা স্যালোমেশিন, মাছের খাবার, জাল, নেট, বিছানাপত্র সহ অন্যান্য মালামাল পুড়ে রায়। দুর্বৃত্তরা দুটো স্যালো মেশিন নিয়ে যায়।
ঘের মালিক সাংবাদিক আমিরুল হক বাবু জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাড়ী ফেরার পথে আমার মৎস্য ঘেরের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ছুটে যাই। কিন্তু তার আগেই সবকিছু পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে কমপক্ষে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি ঘেরের মাছ ও পানি সেচের জন্য এনে রাখা আরও দুইটি স্যালো মেশিন দুর্বৃত্তরা নিয়ে গেছে।
বিষয়টি বাগেরহাট মডেল থানা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয় এবং তারা প্রাথমিক তদন্ত ও আলামত সংগ্রহ করেছে।