চট্টগ্রাম।।
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ৩১৫-বি৪ বাংলাদেশের অধীনস্থ অন্যতম সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর স্পন্সরকৃত ক্লাব লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু’র উদ্যোগে ক্লাবের সদস্যদের অর্থায়নে চট্টগ্রাম হালিশহর মোহাম্মদীয় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ৭০জন এতিম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা ও শীত সামগ্রী প্রদান করার লক্ষে ” আনন্দের আহার ও শীত সামগ্রী বিতরণ ” কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (২১ নভেম্বর ২০২২) এই খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি লিও তরিকুর রহমান বাবুর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের সম্মানিত জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহম্মেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর রিজিওন চেয়ারপার্সন ও লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু’র সম্মানিত ক্লাব এডভাইজর লায়র এস এম কামাল হোসেন এমজেএফ, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী’র সাবেক সভাপতি লায়ন জিন্নাত কোমর রিটা, লিও ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশের সম্মানিত জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা, সেক্রেটারি লিও মোহাম্মাদ ওমর ফারুক, ট্রেজারার লিও শওকত হোসেম, জিএলটি কোর্ডিনেটর লিও ইসমাইল বিন আলবি, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এডমিন লিও জাহিদুল ইসলাম, জোন ডিরেক্টর লিও শাহদাত হোসেন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লিও রাজিব পাল, লিও মো. মহসিন, সেক্রেটারি লিও পৃথ্বী সাহা, ট্রেজারার লিও জান্নাতুল ফেরদৌস, জয়েন্ট ট্রেজারার লিও শাখাওয়াত হোসেন, লিও সাদেক হোসেন, সিস্টার কো-অর্ডিনেটর লিও আসমা, ট্রেমার লিও মারুফ, জয়েন্ট ট্রেমার লিও ফরহাদ ও সদস্য লিও সারাবন তাহুরা।
অনুষ্ঠানের প্রদান অতিথি মাননীয় জেলা গভর্নর লায়ন্স শেখ শামসুদ্দিন আহম্মেদ সিদ্দিকী উক্ত আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন অন্তহীন ভালোবাসায় সেবা ছড়িয়ে দিতে এই ক্লাবের লিওরা তাঁদের নিজেদের জমাকৃত অর্থদিয়ে ফান্ড গঠন করে এমন সুন্দর একটি আয়োজন করায় ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি এবং সেইসাথে এধরণের সেবা কার্যক্রম অব্যাহত রেখে এই ক্লাব আরো অনেক দুর এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা রাখছি।