মোঃ জাহিদুল হাসান,জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ ভর্তির তৃতীয় মেধাতালিকা আগামীকাল (শনিবার) অথবা রবিবার প্রকাশ করা হবে।
২৫ নভেম্বর ( শুক্রবার) জবি আইটি সেলের পরিচালক উজ্জ্বল কুমার আচার্য্য জানান, প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬০ জন। তৃতীয় মেধাতালিকা শনি অথবা রোববার প্রকাশিত হবে। কোন ইউনিটে কতজন ভর্তি হলো জানতে চাইলে তিনি জানান সেটা এখনি বলা সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ১১৫৫ টি আসন, ‘বি’ ইউনিটে ৮৫০ টি আসন ও ‘সি’ ইউনিটে ৬১০ টি আসন।
এইবার ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে আসন প্রতি লড়ছেন ২২ জন,’বি’ ইউনিটে আসন প্রতি ১২ জন এবং ‘সি’ ইউনিটে আসন প্রতি লড়ছেন ১১ জন শিক্ষার্থী।
যারা ৩য় মেধাতালিকায় মনোনীত হবেন তাদেরকে ভর্তির ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো মানতে হবে।
SSC ও HSC অথবা সমমান পরীক্ষার মূল মার্কশীট আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল মার্কশীট দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি খামে (A4 size) করে জমা দিতে হবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় দিকনির্দেশনা যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline -এ দেওয়া আছে।