সাদেকুল ইসলাম সুবেল বিরল, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরলের ৭নং বিজোড়া ইউনিয়নের ভবানীপুড় প্রাথমিক বিদ্যালয় চত্তর থেকে শুক্রবার সকালে রিমন (৪) ও ইমরান(৭)
দুই শিশুর লাশ উদ্ধার করে বিরল থানা পুলিশ।
নিহতদের পার্শ্বে একটি বিষের বোতল উদ্ধার করেছে বলে ধারনা করা হচ্ছে বিষ পান করিয়ে দুই সহোদর কে হত্যা করা হয়েছে৷
নিহত রিমন(৪) ও ইমরান (৪)শরিফুল ইসলাম ও উম্মে কুলসুম এর পুত্র।
এবিষয়ে শরিফুল ইসলামের পিতা রফিকুল ইসলাম বলেল বৃহস্পতিবার বিকেলে দুই ছেলে কে সাথে নিয়ে বাসা থেকে বের হয় শরিফুল ইসলাম (৩৫) পরে অনেক রাত পর্যন্ত বাসায় না ফিরে আসলে তাকে ফোন দিলে শরিফুল ইসলাম বলেন আমি আমার দুই ছেলেকে বিষ খাইয়েছি আমিও বিষ খাবো।
তার পর আর তার সাথে যোগাযোগ করতে পারেনি তার পরিবার৷
স্থানীয় বিভিন্ন সুত্র জানিয়েছে- শরিফুল ইসলামের স্ত্রী উম্মে কুলসুম কিছুদিন আগে ঢাকায় গিয়েছেন পোশাক তৈরির গার্মেন্টসে কাজের জন্য।
এরই মধ্যে গত সপ্তাহে তার স্বামীর নিকট তালাকের কাগজ পাঠায় এবং সে অন্য একজনকে বিয়ে করেছে বলেও জানায়৷
স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরেই বিরল শঙ্করপুড় মহল্লার শরিফুল ইসলাম আপন দুই ছেলেকে বিষপান করিয়ে হত্যা করেছেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর থেকেই মৃত দুই ছেলের পিতা শরিফুল ইসলাম পলাতক রয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন-
৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত দুই জনের মা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
এবিষয়ে শুক্রবার সন্ধায় বিরল থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শুক্রবার বিরল থানার ডিউটি অফিসার এস আই শ্রী নিরঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন শরিফুল ইসলাম (৩৫) কে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা চলছে বিস্তারিত পরে জানানো হবে৷