কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা থেকে পুলিশের হাতে আটক হয়েছে মাদক সম্রাজ্ঞী খালেদা আক্তার লাকী ওরফে রোজিনা (৪৫)। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের ভাসানী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য ৪০০ পিচ ইয়াবাও উদ্ধার করে মোংলা থানা পুলিশ। সে কক্সবাজারের টেকনাফ থানার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তার মাথার উপর এক বছরের সাজা রয়েছে। গ্রেফতারকৃত আসামী খালেদা আক্তার লাকী ওরফে রোজিনা টেকনাফের ফুলের ডেইল গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের মেয়ে। আগেও তার নাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এলাকার সবাই তাকে মাদক সম্রাজ্ঞী হিসাবেই জানে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রোজিনার এক বছরের সাজা রয়েছে। সে টেকনাফ থানার ওয়ারেন্টভুক্ত আসামী। সে একজন মাদক কারবারির সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে মোংলা শহরে আত্নগোপন করে ছিলো। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে মোংলা শহরের ভাসানী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোংলা থানার উপ পরিদর্শক (এস আই) মোঃ রইচ উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করলে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।